তুমি আসবে হঠাং করে
নিরবতা বয়ে!

আমি শুধু থাকবো তুমারই পথ চেয়ে

আমার মাজে শুধু থাকবে তুমি
হৃদয়ের অন্ত নীরে!

শুধু তুমিই থাকবে আমার স্বপ্নের
ভাবানলে।