মন যানে তার কথা, মনের কথা আর কতো
মনে রাখবো!

এবার তো খুব ইচ্ছে হচ্ছে বলে দিবো
ভালো থাকো প্রিয়তমা!  

অনেক বলেছি ভালোবাসি ভালোবাসি,
শুনলে না মোর কথা!

আজ আমিও হয়েছি কারো প্রতিশ্রুতি,
তাই সব ত্যাগ করে, শুধু স্বপ্ন গুলোকে
একাকিত্ব করে বেচে আছি।

এই ছিল সেই কথা!  যে কথায় এখনো
হৃদয়টা ফেঁটে বেড়িয়ে ছিল,

তাই জীবনের আশা না করে
পথ দেখেছি এই স্বপ্নের!

আর কখনো বলবো না ভালোবাসি ভালোবাসি!

যে কথা গুলো শুধু মনে পরে,
সেই গুলোই কথা আজ করেছে
অনেক বড় আমাকে।

আজ কোন নষ্ট স্বপ্নের জাগা নেই,
শুধু থাকবে সারাক্ষণ যে আমায়
ভালোবেসে আগলে রেখেছে।