তোমার কি এখন ও মনে পড়ে আমাকে!
নাকি অন্য কারো সাথে মিছে বদলে
গেছে বাস্তবতা কে!  

আসলে তোমার মনে না পড়লেও
আমার না খুব মনে পড়ে!

জানি আজ মনে হলেও সুখটাকে
বেঁচে নিয়ে,  
শত শত বার আমাকে অপমানে অপবাদ দিবে
তাই মনে করো আমিও
শত কষ্টের ভীরে খুব ভালোই আছি।

আসলে ক্ষনিকের জীবনে  ভালোবাসা
জন্মায় না!  

যা হয় সবই ভুল!

প্রেম প্রেম করে জীবনের শেষ প্রান্তে
এসে যখন বুঝলাম  এভাবে চলবে না
আমার এ জীবন

তাই একটু নীরব হয়ে  বাচতে চাই
শত শত  ভালোর সাথে!

তবোও আমার  তোমায় খুব ভালোবাসতে ইচ্ছে করে।