তোমাকে নিয়ে করি অনেক  যাতনা,
তুমি যে  মানুষের  একটি  নীর
তা, কেউ কখন ও ভাবেনা!

চাচ্ছু তুমি অনেক  মহান
তুমার নেই কোন তুলনা।  

তুমি বীর, তুমি সৈনিক  
থেমে যেওনা  কখন ও

সবাই  তোমার জন্য  করে
অপেক্ষা   তুমি  আসবে  কখন
দিবে একটি কথার সান্তনা।

যুগ -যুগে যদি  বেচে থাকো তুমি!
নেই  মানুষের  কোন ভয়  '''

তবুও মানুষ  তোমাকেই চাই
যেন  হয়ে থাকো  মানুষের  সেবক।

জীবনের  গতি বাড়িয়ে যখন  চলেই গেছো
নিচে নেমে কি লাভ?
ভালোবাসা দিয়ে আখরে রেখো
মানুষের  সংলাপ।  

তুমি যদি  যাও চলে  সব কিছু ফেলে?
  নেশার হবে বসবাস!  
তুমি যদি  আসো ফিরে  আবার নতুন
করে   দেখবে  ঘড়ির মতো গুরে
যাবে   এই নষ্টের যুব সমাজ।

তোমাকে দিলাম  হাজারো সালাম''''
বেচে থাকো তুমি  অম্লান!  

চির উন্নত  হয়ে ধরে  ফেলো
লাকো  কুঠি মানুষের  প্রান।

তাই তোমাকে দিলাম হাজারো হাজারো
সালাম।