আমার মন যাই হোক তাকে ভুলতে পেরেছে..
আমার মন নিজেকে বলে তুই খুব সাহসী রে..

আমিও বলি ভালোবাসা দরকার নাই
যদি আবার অন্য কেউ কষ্ট পায়
পরে তার প্রতিদান কে দিবে!

আমি চাই না এখানে কোন রক্ত ঝরুক
চাই না আমি ভালোবাসার বিনিময়ে কান্না হোক।

আমি চাই সবার ভালোবাসা বেচে থাকুক
বেচে থাকুক মানুষের মন
বেচে থাকুক মানুষের হৃদয়।

আমার মতো ভুল, করিও না এমন !
আমার মতো কি আর তোমাদের মন?

তাই তো বলি বেচে থাকুক মানুষের মন জনম জনম।