আমি আর আমি নেই,
মাথার পেটে হাজার দৃশ্য
কল্প। গল্প বলছি না-
আমিও আমার পূর্বপুরুষ,
রঁদেভূর উঠোনে দাঁড়িয়ে
বলতে শিখেছি- তোমার চোখের মণি
কেনো এতো অন্ধকার!
চোখের পুকুরে চোখের শরীর
ভাসাই ডুবাই
ভেতর থেকে নেমে যেতেই
গ’লে গলে মোম হয়ে যাই।


পূর্ব প্রকাশিতঃ ২০১২.১২.২৭; (শিল্পসাহিত্য) দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।