আজ কি হলো তোমার? আমায় ডাকছো না যে?
নাকি মনের মধ্যে আমায় রেখে আটকে পড়েছো কাজে?
আমি যে স্পষ্ট নই, তোমার স্পর্শ ছাড়া,
আমি চিন্তিত মনে হাসি, আমি এই দেহহারা।
আত্মা যে বেরিয়ে গেছে আমার দেহ ভেদ করে,
আমায় দুশ্চিন্তার  সাইরন সে শোনাচ্ছে খুব জোরে।
বাহিরের স্তব্ধতা আর ভালোবাসি না তবে
তোমায় যেন স্তব্ধ না দেখে আমার দেহ,
আমি হারাবো না তোমাকে, হারিও না তুমি
তোমার মত ভালোবাসতে পারবে না  কেহ!
তুমি থেকে যেও ছায়া, প্রয়োজনে আমি যাবো,
ঐ দুনিয়ায়, তোমায় রেখে,  প্রয়োজনে দেহ হারাবো।
আমি ক্লান্ত থাকলেও প্রশান্তিতে থাকি, তুমি আছো,
আমি কত ভালোবাসি জানি না, তুমি  অসীম ভালোবাসো।
স্তব্ধ কষ্ট দিয়ে স্তব্ধতা বরণ করো না গো তুমি,
আমার মন ভেঙে যাবে, হয়ে যাবে করুন মরুভূমি।