লিমেরিক১
রং-সঙের মেলা জগতের এই আড্ডাখানা,
মন বিহারে দুই দিনের এই ভোজনখানা;
শূণ্য মাঝে পরাণ কাঁদে
কিসের তরে ব্যাথা জাগে;
কান পেতে রই, শুনি বিধুর সুরখানা।

লিমেরিক২
লাস্যহাস্য বিলিয়ে, দেহখানা বাঁকিয়ে,
চুর চাহনিতে পা দু’টি একটু দুলিয়ে,
চলে পথে তরুণী সুতন্বী
জ্বালায় মনে কাম-অগ্নি;
জীবন-যৌবন নিয়ে যায় সে ছিনিয়ে!

...................................................

তারিখঃ ০৯/১০/২০২৩ ইং (গাড়িতে বসে বসে)