ঈদ এসেছে ঈদ, নাই যে কারো নিদ
ভোটের ঈদে সরব মাঠে রাজনীতিবিদ।
যাকাত ফেতরার লাইনে আছে অনাহারি দল
দান খয়রাতের নামে পাতে ভোট ধরার কল।
টিভি ফুটেজ কভার করে জোর গলাতে বলে
আমি তো ভাই চিরকালই দুঃখীজনের দলে।


পাঁচটি টাকার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে
সুখের আশায় পায়ের তলায় চাপা খেয়ে মরে।
যাকাত হলো ধনীর ধনে নিঃস্বের অধিকার
এই পুঁজিতেই জমায় তারা রাজনীতির বাজার।
অভাজনের আবেগ কিনে বাড়ায় ভোটের হার
ভোটের পরে গরীব-দুঃখীর নেয় না খবর আর।


সুনীতি আর সাম্য শিক্ষায় আসে ঈদের দিন
বান্দা যেন দেয় মিটিয়ে গরীব-দুঃখীর ঋণ।
ঈদের খুশি দাও বিলিয়ে সবার ঘরে ঘরে
আগে মানুষ, মানবতা-রাজনীতিটা পরে।
১৪-৬-২০১৮