শরতের এতো মেঘ ভিজে খাতা বই;
মরুমন ভিজানোর সেই জল কই?
গর্জন আকাশেতে নদী হয় চোখ
কোথা সেই প্রিয়জন ঢালে মনে সুখ?


জীবনের অলিগলি পোস্টারে ঢাকা
কে বোঝাবে কার পরে কার ছবি আঁকা?
ধূলোপড়া পিয়ানোতে বেদনার সুর
ঘুমহীন রাত পার ভোর কত দূর?


ফসলের ঘ্রাণহীন পোড়ামাটি মন;
পরিপাটি চাষ করে কে আছে এমন?
চাওয়া ও পাওয়াতে বিস্তর ফাঁক
কে শুনিবে কাঁচঘরে বাহিরের ডাক?


জীবনের বাঁকে বাঁকে জমানো আঁধার
সরাবে এমন আলো আছে হাতে কার?
১৭-০৯-২০২২