মান-অভিমান ভালোবাসার শেষ কথা নয়
দূরত্বের রেখা মুছে দিয়ে এসো আবার দুজন
কাছাকাছি আসি
দুজন দুজনার মুখোমুখি বসে
একে অপরের চোখ থেকে পড়ে নিই
কে কাকে কতটা ভালোবাসি।
চোখ থেকে চোখে প্রতিফলিত হোক
অযুত নিযুত স্মৃতি
এসো জ্যামিতিক সূত্রে মেপে নিই
কার আত্মায় কার কতটা বিস্তৃতি।
মাঘের শীতের চেয়েও বড় বেশি কাঁপায়
ভেতরের বোহেমিয়ান শীত
এসো ঠোঁট থেকে ঠোঁটে উষ্ণতা ছড়িয়ে-
গায়ে ভালোবাসা মাখি ভাষাতীত।
পাঁজরে পাঁজর ঘষে এসো নাড়িতে আগুন জ্বালি
হৃদয় ছাড়া হৃদয় স্পর্শের আর কোনো
পথ খোলা নাই
নাড়ার আগুনে নয়, নাড়ির আগুনেই এসো
ভেতরের বোহেমিয়ান শীত পোড়াই।
২৪-০১-২০২৪


'অভিযাত্রিক-২০২৪'