প্রিয়তমা আমার
তোমার নিরন্তর ভালোবাসা
আমাকে দুরন্ত করে তুলে।


কপালে চুম্বন বুকে আলিঙ্গন
আমাকে করে তুলে ঊড়ন্ত মাছরাঙা,
হঠাৎ ঝাপ দেই তোমার
ভালোবাসার অথই সমুদ্রে।


উপুড় হয়ে খেলি ডুবসাঁতার
নোনা জলে শরীর ভিজে
কপালে জমে ঘাম
তোমায় আমি ভালোবাসি
হয় যদি হোক বদনাম।


ইচ্ছে জাগে মেপে দেখি
তোমার ভালোবাসা কত গভীর
কত তাহার দৈর্ঘ্য-প্রস্থ
কত উঁচু তার তীর।


তোমার ভালোবাসার সমুদ্রে
খুব মধ্যখানে ডুব দিয়ে দেখি
সীমানা খুঁজে পাওয়া ভার
কোথায় এত সুখের উৎস
কোথায় ঠিকানা তার!


সুখের মহীসোপানে ঘুরে
ভারি হয় নিঃশ্বাস
আমাকে এত ভালোবাস তুমি
করিতে পারি না বিশ্বাস!


খেলা শেষে দেখি আমি
সফেন বেলাভূমি
ঘাস নেই বালি নেই
নুড়ি পাথরে রোদের ঝিলিক নেই
দিগন্তে সূর্যাস্তের মায়া নেই
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে
আছ শুধু তুমি।


খানিক পরে তাকিয়ে দেখি
মেলিয়া দুইটি দিঠি
দুই হাতের মুঠোয় লেগে আছে
কিছু নরম পলিমাটি।
মাটিতে পিঠ রেখে
আমি দেখি আকাশ
তুমি মধুমাস
তোমার আঁচলে ঢেউ খেলে
বসন্ত বাতাস।
তোমার এলো চুল বাতাসে ভাসে
ঠোট কাঁপে থরথর
সমুদ্রে আসে জোয়ার
হৃদয়ে লাগে দোলা
জীবনের সব রঙ এক হয়
সকল দুয়ার খোলা।
আমার পাগলামী দেখে
জানালায় উঁকি দিয়ে পূর্ণিমার চাঁদ হাসে
তোমার ভালোবাসার জোয়ারে
আমি সাঁতার কাটি ভেসে।


দেয়ালে চোখ ফেলে দেখি
দুইটি টিকটিকি
একে অপরকে জড়িয়ে আছে
প্রগাঢ় বন্ধনে।
হয়তো তারাও ঝাপ দিয়েছে আমার মতো
ভালোবাসার অপার সমুদ্রে।