৫৭
প্রেমে পড়লে ভালোবাসার আকার বড় হতে হতে ছোঁয় আকাশের নীল।
বিয়ের পরে ভালোবাসা ছোট হতে হতে হয়ে যায় সংসারে বিলীন!



৫৮
আমি দিই ফুল। তুমি খোপায় গেঁথে রাখো কাঁটার-
খোঁচায় রক্তাক্ত হওয়ার ভুল।
সম্পর্কের সেতু যখন আবেগ ৫তখন খোপায় ফোঁপায় প্রেম!



৫৯
স্বামীর গালে থাপ্পড় দেয়ার হিম্মত ওই স্ত্রীই রাখে, যে তার স্বামীকে হারানোর ভয় করে।
একটি মশাই হতে পারে স্বামীর হন্তারক।



৬০
আকাশকে ভালোবাসে নীলা।
আসার কথা বলে আসেনি।
নীলার আবেগগুলো বৃষ্টির ফোঁটা হলো, চোখ ভিজালো।
বাষ্প করে আকাশের কাছেই পাঠিয়ে দিলো!



৬১
উচ্চপদস্থ সরকারি কর্মচারী ইন্দ্রজিত। কী স্বর্গীয় নাম!
সুন্দরী সহকারী তার শয্যাসঙ্গী। ফাইল ঠেকিয়ে স্পিডমানিও নেন।
অন্যের চারিত্রিক সনদ তিনিই দেন!



৬২
স্ত্রীর গালে চুমু খাওয়া সহ্য হয়নি স্বামীর।
এক আঘাতেই একটি জীবন শেষ। স্ত্রীর রক্তে স্বামীর হাত লাল; মশার পেট গলে।



৬৩
মশার কামড়ে বার বার ঘুম ভাঙার কষ্ট হতে নাকি মশারী টানানো বেশি কষ্টের।
এই কষ্টটুকু করার কারণে কারো চোখে জহির স্ত্রৈণ!



৬৪
লকডাউনে বাসন মাজতে দেখে পাশের ভাবী বলেন, "আমার গুলোও যদি...। ভাবী যা দেন তাই দেবো।" ভাবী... শোয়ার অত সময় কই!



৬৫
লেখক বইয়ের নাম দিলো, "How to change life." একটি বইও বিক্রি হলো না। L ওঠিয়ে W বসানোর সাথে সাথেই শেষ।



৬৬
ভাপসা গরমেও কাঁথার ভিতর মধ্যরাতে আলো জ্বলে। হঠাৎ ঘুম ভেঙে স্বামী অবাক! ধার্মিক স্ত্রীর মুখে নূরের তাজাল্লি। হায়রে পাগলা পরকীয়া!