১৬১
হেমন্তের হিমেল সন্ধ্যায় দৃষ্টি ফেলে রাখি
নির্নিমেষ -তোমার ফেরার পথে
জীবন রাঙাতে একমুঠো রং নিয়ে এসো
গোধূলির বিসৃত লালিমা হতে।
২৮-১১-২০২০



১৬২
সড়কদ্বীপে সেজে আছে বাহারি
বনসাই-বাগানবিলাস
রোদের চুম্বনে হাসে খিলখিল
দেখি আর আঁকি
তোমার দোলনচাঁপা ঠোঁট
অপরূপ- কী অদ্ভুত মিল!
২৮-১১-২০২০



১৬৩
অঘ্রাণের মাঠে হাঁটু গেঁড়ে বসে আছে চিনিশাল ধান
পলিমাটি শুষে নেয় কৃষকের ঘাম
আলপথ পেরিয়ে শহরে ঢুকে অতিস্বাদ
পায়েশের ঘ্রাণ।
২৮-১১-২০২০



১৬৪
সন্ধ্যার আকাশে চাঁদ হাসে
সাথে হাসে একগুচ্ছ তারা
তোমার হাসিতে-
চাঁদ-তারার হাসি হয়েছে ম্লান।
আলোকিত আলপথ অলিগলি
হৃদয়ের পাড়া!
২৮-১১-২০২০



১৬৫
ভূলুণ্ঠিত মানবতা ওঠে দাঁড়াতে গেলেই
বুকে পড়ে লাথি
পাশবিকতার পরিপূর্ণতায় মানুষই আজ
মানুষের শত্রু
মনুষ্যত্বের গর্দান খুঁজে রক্ত পিপাসু চাপাতি!
২৮-১১-২০২০



১৬৬
ঘুষ দুর্নীতি মাদক মহামারি বাড়ছে লাগামহীন
নিয়ন্ত্রণহীন ক্ষমতার লোভ, হিংসার আগুন।
চেতনার বাড়ি বিলুপ্তির পথে
পুড়ছে অবিরাম নৈতিকতার উর্বর জমিন!
২৮-১১-২০২০