১২৭
আবেগ এমন কাঁচের দেয়াল
ক্ষণ পেরুলেই চূর
পাশে থাকার প্রতিশ্রুতি
হয় নিমেষে দূর
মনবাড়িতে
তখন ঝড়ের ঝাপটায়
শুরু হয় ভাংচুর!
২১-১১-২০২০



১২৮
ঘাটে বাঁধা নৌকা সারি সারি
জলের তলে যাচ্ছে চলে বেলা
কখনজানি অচিন গাঙে
ভাসবে নিথর ভেলা
অবসানে জীবন নামের খেলা!
২১-১১-২০২০



১২৯
বেদনার চোরা স্রোতে ভেসে
একদিন ঠিক
থেমে যাবো মরণের দেশে!
ওগো প্রিয়তমা
অপরাধ যত জমে গেছে ভুলে
করে দিও ক্ষমা।
২১-১১-২০২০



১৩০
ঘাসফড়িংয়ের পায়ে বাঁধা স্বপ্নগুলো
ধরতে গেলেই লাফিয়ে পালায়
সাদা জোছনার গায়ে মাখা সুখ
রাতের শেষে ভোরের আলোয় ভেংচি কেটে যায়!
২১-১১-২০২০



১৩১
মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় তখন-
অন্ধকার হাতড়ে টের পাই একাকীত্বের-
কতগুলো দীর্ঘশ্বাস জমে আছে বিছানায়
কেউ নেই হৃদয়ের আঙিনায়...
২২-১১-২০২০



১৩২
পশুরাও করে না সঙ্গম-মৃত পশুদের সাথে
অমানুষ যারা- মর্গে মৃত নারীদেহ ভোগে
পৈশাচিকতায় মাতে
উপমা তাদের দিবো কার সাথে!
২২-১১-২০২০



১৩৩
মা এখন
তারাভরা আসমান
তবুও আমার
ঘ্রাণগ্রন্থিতে জীবন্ত ভাসমান।
মা আমার
হেমন্ত প্রভাত
নির্জন দুপুর, হলুদ বিকেল
নক্ষত্রালোকিত শুভ্র স্বপ্নরাত।
২২-১১-২০২০



১৩৪
যখন লাউরতার মতো দুইবাহু দিয়ে-
পেচিয়ে বুকে জড়িয়ে ধরো
মুনিয়া-ম্যাকাউয়ের মতো ঘষো চঞ্চু দুটি
আমি তখন দারুণ জ্বলে ওঠি!
২২-১১-২০২০