১১৯
ভাবনায় মগ্ন শিশু-ঘুম ভাঙাবে না তার
ভাবছে -সুন্দর সকাল, ফুলের সুবাস লুণ্ঠিত ধরণীর
মহামারী সময় কীভাবে হবে নির্ঝঞ্ঝাটে পার!
১৮-১১-২৯২০



১২০
বুকের ওপর হিমায়িত
বেদনার বরফপাহাড় গলাতে
একটি উষ্ণ হৃদয় চাই
জীবনের ক্যানভাসে
প্রতীক্ষার পিকাসু হাতে
সেই হৃদয়ের ছবি এঁকে যাই।
১৯-১১-২০২০



১২১
হৃদয় অরণ্যে স্মৃতিবৃক্ষের পাতারা গেছে মরে
মৃতের কফিনে স্বপ্নগুলো সমাদরে সমাহিত
কুয়াশা নিমগ্ন সন্ধ্যায় তবুও তার কথা অবিরাম মনে পড়ে!
১৯-১১-২০২০