যাহাদের ঘামে হয় কলের চাকা সচল
যাহাদের শ্রমবিনে সভ‌্যতা অচল
যাহাদের কল‌্যাণে মুখের অন্ন জোটে
তোমাদের চোখে তারা কুলি মজুর মুটে।
শ্রমিকের শ্রমে তুমি করো সুখে বাস
গায়ে মাখো দামী ব্রান্ডের বিদেশী সুবাস
শ্রমিকের ঘামদেহ সইতে না পারো
তাহাদের হাতেই আবার অট্টালিকা গড়ো।


শুকিয়ে যাবার আগে শরীরের ঘাম
দিয়ে দাও শ্রমিকের শ্রমের ন‌্যায‌্য দাম
জেনে রেখো এই কথা রাসূলের বাণী
দুজাহানে পাবে সুখ যদি লও মানি।
১-৫-২০১৭