বাংলাদেশ জন্মের সুবর্ণ জয়ন্তীর উৎসব
উদযাপনের আমেজে যখন বর্ণাঢ্য সাজে সেজেছে,
তখন আমার হৃদয়ের ঘরবাড়ি আচানক
অন্ধকারে ঢেকে যাচ্ছে। আশাগুলো তলিয়ে যাচ্ছে নির্লজ্জ হতাশায়।
এই তিলোত্তমা নগরীর আলোকসজ্জার অন্তরালে
আমার চোখের তারায় ওঠছে ভেসে সেইসব
মানুষের মুখ, যারা আজো দিনশেষে ভুখাপেটে
ফুটপাতে, মুটের ঝুড়িতে, ঝুপড়িতে হিমরাতে
ঘুমোতে যায় বিছানা-কমম্বলহীন। সম্বল তাদের বিশ্বাস।
তারাও পেট ভরে খেতে পাবে একদিন। আসবে মুক্তির-
মিছিলে যাবার ডাক; কোনো নেতার ভোটের শো-ডাউনে
জনসমর্থন দেখানোর বিনিময়ে তাচ্ছিল্যের -
মোড়কে আবৃত এক প্যাকেট বিরিয়ানির
না-হক নিমন্ত্রণের অপেক্ষায় তাদের আর থাকতে হবে না।
তাদের কপালে বাঁধা থাকবে সেদিন
মুক্তির পতাকা।
মুক্তি যদিও খেলছে তাদের ভাগ্যের সাথে লুকোচুরি খেলা।


দিন বদলের ডাকে তাদের হাতও বার বার মুষ্টিবদ্ধ
শক্তিতে উত্থিত হতো অভ্রে অদম্য সাহসে।
দিন আজ বদল হয়েছে। মাথার ওপর মেট্রোরেল
স্বপ্নের গতিতে পারফর্মেন্স ট্রায়াল দিচ্ছে। কদিন পরেই
চেয়ে চেয়ে দেখবে ধুলায় ধূসরিত ফুটপাত
অভিজাত মানুুষেরা তার বুকের সান্নিধ্য ছেড়ে চলে গেছে
শীতাতপ নিয়ন্ত্রিত কোচের শোভন কামরায়।
আর তারা রয়ে গেছে মাটির কাছেই। এইসব আধুনিক -
বাহনে তাদের জায়গা হবে না কোনোদিন।
মলিন পোশাকে এসব মানুষ কাউন্টারে যাবার আগেই
তাদের ফিরিয়ে দেবে স্বয়ংক্রিয় ডিজিটাল টার্মিনাল।


"ভালো আছি, ভালো থেকো, আকাশের
ঠিকানায় চিঠি লিখো" এমন গানের কথায় যারা
অক্লেশে ওঠতো হেসে, আজ তারাই পাঠাচ্ছে চিঠি
আকাশের ঠিকানায়। আর এইসব চিঠির পাঠক
তারাই যাদের বেগমেরা নিঃস্ব ও নিরাভরণ
মানুষের বাজেটের টাকায় আয়েশে বাস করে
বিদেশের বেগম পাড়ায়। অর্থনীতির সূচকে
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অথচ আজও
কানে আসে বেকার যুবার হাহাকার। মধ্যবিত্ত
কৃষকের বুক ফাটা চিৎকার। তোষামুদে মানুষেরা
ভীষণ আমোদে কাটায় রাত্তির ক্যাসিনো ক্যাভারে।


নীতিভ্রষ্ট মানুষের দখলে ক্ষমতার চেয়ার
কেয়ারলেস কথায় আর আচরণে অন্তরে আগুন
দাউদাউ জ্বলে। কিছুই করার থাকে না তখন।
কদিন পরেই প্রমত্ত পদ্মার বুকের ওপর দিয়ে সাঁই সাঁই
করে পার হবে বাস আর ট্রেন। এসব স্বপ্নের সাথে
বুকের পাঁজর ভেদ করে যায় দুর্দশাগ্রস্ত অজস্র মানুষের
প্রতি সমব্যথার সাইবার ক্যাবল। নির্মল আকাশের দিকে
চোখ তুলে দেখি লাল- সবুজের পতাকা খচিত
বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে মহাকাশে। আমার মনের
আকাশে তারার ম্রিয়মান আলোর মতন ভেসে থাকে
ধর্ষিত রমণীর ভয়ার্ত চোখ; মানবতা আর
ধর্মীয় সম্প্রীতির প্রাচীরে অপ্রিয় ফাটল।
তবুও আশায় ভরসায় বুক বাঁধি, সেই দিন দূরে নয়
দুঃখ ও দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের আদর্শের
সংগ্রাম সফল হবে, সমস্ত অপশক্তি পরাস্ত হবে
অচিরেই আমাদের হাতে ধরা দিবে সত্যিকারের বিজয়।
১৬-১২-২০২১