হতো যদি মিথ‌্যার সমাপ্তি জ্বলতো সত‌্যের বাতি
সমাজ থেকে হারিয়ে যেতো দুঃখ তিমির রাতি।
আঁধার ভেদি আসতো ধরায় নতুন আলোর ভোর
সুরের ধারায় পালিয়ে যেতো সমাজ ধ্বংসী অসুর।
স্বর্গের সিঁড়ি বেয়ে আজ সত‌্য নেমে আসুক ধরায়
অসত‌্য যাক হারিয়ে আজ সত‌্যের রঙিন ধূলায়।
আজ থেকে হোক সমাজ থেকে মিথ‌্যার অবসান
সবাই মিলে গাইব মোরা সাম‌্য ও সত‌্যের জয়গান।
সত‌্যের জয় হবে নিশ্চয় মিথ‌্যার হবে পরাজয়
সততায় মুক্তি, পাবে শক্তি মিথ‌্যাকে করো না ভয়।
সত‌্যের জয় হবেই একদিন মিথ‌্যাকে যাও ভুলে
সততায় পাবে ক্ষমা, পাবে ঠাঁই দয়াময় প্রভুর কোলে।


১৯-৭-২০১৭