তোমার ঠোঁটে সর্ষে রাঙা হাসি
ছুঁয়ে দেখার ইচ্ছা গেছে মরে
দেখছি শুধু আমার মতো আর
কতজনকে ঠকাও কেমন করে।


কণ্ঠে সুরের সরস্বতী নাই
তবুও সবাই বুঁদ তোমারই গানে
তুমি ছাড়া শিল্পী দ্বিতীয়টি
এই মুহূর্তে নাই যে কোনোখানে।


খুব গোপনে খাচ্ছো সোনার ধান
আশংকা তাই খাজনা দিবো কিসে
ঘুমায় যারা তারাও জাগতে জানে
জাগলে তারাই বর্গি মারে পিষে।


ইচ্ছেমতো টানছো ঘড়ির কাঁটা
সূর্য ধরে রাখবে কতদিন
আঁধার ঘিরে ধরলে চতুর্দিকে
শোধতে হবে অশোধিত ঋণ।
০৫-০১-২০২৪