যখন তোমার মখমলি হাত ছুঁয়ে দিতো
বুকের পশম পরম আদরে
তখন এ বুকের বাগানে ফুটতো বিভাবে
শত-শত শ্বেতপদ্ম
ফুটতো অজস্র রক্তজবা।
হৃদয় উদ্যান জুড়ে ঘোষণা ছাড়াই বসে-
যেতো ফুলেদের সভা।


কতকাল হয় পড়ে না সে হাত বুকের পরতে
জামার বোতামে লাগে না চুলের প্রণয়নী প্যাঁচ
এতোকাল যেমন লেগেছে অনায়াসে।
বাতাসের গ্রীবা ধরে আসে না এখন আর-
চুলে মাখা বেলির সুবাস। শুকনো পাতার
শব্দে এখন কেবল আসে বুক ভরা দীর্ঘশ্বাস।
ফুলহীন, বৃক্ষহীন বুকের বাগানে কিছু কিছু
পড়ে থাকে অতীত দিনের স্মৃতির উদ্ভাস।
০৪-১০-২০২১