হে চৌদ্দই ডিসেম্বর, তুমি আর কাঁদাবে কত
বধ্যভূমিগুলো বাঙালির হৃদয়ে আজও
হয়ে আছে আকাশের মতো ক্ষত!

যে নক্ষত্রগুলো পৃথিবীকে দিতো আলো,
সে নক্ষত্রগুলো বেয়নেটে গেঁথে রাখা হয়েছিলো
পচা পানিতে রাতের গুহায় পাট পচানির মতো;
হিসাব ছিলো না কতশত!

সেইসব নক্ষত্র, সেইসব শহিদ বুদ্ধিজীবী তাদের
স্বজনেরা জলভরা চোখে যত করে যায় তালাশ
জলের ভেতর থেকে, স্মৃতির মিনার ইটের ভেতর থেকে
বের হয়ে আসে নক্ষত্রের বদলে ঘিলুপচা লাশ!

বিশুদ্ধ বিবেক বুকের বাসনা নিয়ে শিয়াল শকুন
আজো করে কাড়াকাড়ি, শীতের বাতাসে কাঁপে পাপ
প্রিয় দেশের জন্য নিভে যাওয়া তারাগুলো
আধখোলা চোখে এখনও করে অনুতাপ!

তাদের তন্দ্রার ভেতর আতঙ্ক ছড়ায় আজও
ধর্ষিতার চিৎকার
সাম্য, শান্তি, স্বাধীনতা, আমার নিহত স্বজনের
আমৃত্যু স্বপ্নের স্বাধীনতা, তুমি
কত দূরে; কত দূরে আর?
১৪-১২-২০১৯