“কুল্লু নাফসিন যা-ইকাতুল মউত”
পবিত্র কুরআনের অমোঘ বাণী;
মৃত‌্যুর স্বাদ অবশ‌্যই লভিবে
জগতের সকল প্রাণি।


মৃত‌্যুর ওপারে অনন্ত জীবন
আখেরাত তার নাম
জিন ইনসানের অবধারিত ঠিকানা
হয় জান্নাত নয় জাহান্নাম।
মাঝ পথে ঘাটি সাড়ে তিন হাত মাটি
সাপ বিচ্ছুর ঘর
সোনার দেহ থাকবে পড়ে
যখন হয়ে যাবে নিথর।


নশ্বর ধরায় এসেছিলে একদিন
মুষ্টিবদ্ধ শূন‌্য হাতে
আখেরাতের জীবনে যদি সুখ চাও
নিতে হবে পূণ‌্য সাথে।
পূণ‌্য থাকলে ধন‌্য জীবন
পাবে জান্নাতের অনন্ত সুখ
পাপে সর্বনাশ করবে গ্রাস
ভয়ঙ্কর জাহান্নামের দুখ।


মৃত‌্যুর আগে গুছিয়ে নিও
অবধারিত ঠিকানার সামান
পাপকে বর্জন করে সকলে
এসো হই নিষ্পাপ পূণ‌্যবান।
১২-৪-২০১৭