মাথলা মাথায় চা বাগানে
শ্যামল মেয়ে হেঁটে যায়
অঙ্গে তাহার রূপ তরঙ্গ
কুলে কুলে উথলায়
শিশিরকণা জড়িয়ে ধরে তার
আলতা রাঙা কোমল পায়।


তাকে দেখে ফুলপরীরা
সবুজ পাতায় লুকায় মুখ
আড়াল থেকে লুকিয়ে দেখে
শ্যামল মেয়ের হরিণ চোখ।


চোখ যেন তার আলোর পিদিম
হাজার তারার বাতি
দূর আকাশে যেমন করে
জ্বলে সারা রাতি।


দুই চোখে তার জোছনা ঝরে
আঁধার রাতের দীপ
শ্যামল মেয়ের কপাল পরে
শুভ্র চাঁদের টিপ।


শ্যামল মেয়ের হরিণ চোখে
রাখো যদি চোখ
তাহার মাঝে পাবে খুঁজে
মায়ার বিশ্বলোক।
দেখবে সেথায় আছে আঁকা
শ্যামল গাঁয়ের ছবি
যাকে দেখে মুগ্ধ ছিলেন
মোদের বিশ্বকবি।


দেখে তাহার রূপের বাহার
যে যা বলে বলুক
আমার চোখে দেখেছি তার
কালো হরিণ চোখ।