একটি বিকেল কাটলো মোদের
গরম কফির আড্ডাতে
কবি রুনার তেঁতুল আচার
জল আনিল জিহবাতে।


কবি মিলি দিল খুলি
সবজি রোলের বাকস
মজা করে সবাই খেলো
গুণলে হবে একশ।


কলা খেয়ে গলা সেধে
সিমন চন্দন গাইল গান
কবির কণ্ঠে গানের সুর
অবাক সবার ভরল প্রাণ।


কবীর হুমায়ূন বহুধা গুণ
ছন্দের উপর নিলেন ক্লাস
কথার তোড়ে টেবিল নড়ে
উল্টে গেল জলের গ্লাস।


কবি মুনির পাঠ করিল
প্রেমের একটি কবিতা
ততক্ষণে অস্ত পাটে
দিনমণি সবিতা।


আড্ডার মাঝে আমার কথা
একটুখানি রইল বাদ
মুয়াজ্জিনের আযান এসে
আড্ডা মাঝে সাধল বাঁধ।


ইয়াছিন ভাই ছবি তুলে
ভরে রাখল স্মৃতির পাতা
কবি মিলি সঙ্গে নিল
উপস্থিতির নোট খাতা।


আড্ডা শেষে খোশ মেজাজে
ফিরলাম যে যার ঘরে
কফির কাপে আড্ডার স্মৃতি
রইল পিছন পড়ে।


২৬-৩-২০১৭