মা-শব্দটির মতো মধুর আর যে শব্দ নাই
সুখে দুখে সকল সময় মাকে কাছে পাই।
মা-ই শক্তি বিপদ মুক্তি প্রেরণা সকল কাজে
মা-ই কেবল সবচেয়ে আপন এই ধরণী মাঝে।
মা কখনও যায় না ছেড়ে নাড়ী ছেড়া ধন
মায়ের চোখে সকল সন্তান অমূল‌্য রতন।
মা যদিও যায়গো মরে সন্তান ছাড়ে না
তারা হয়ে দেয় পাহারা জগত জ‌্যোতি মা।
সন্তান কান্দে মায়ের কাছে চায় দুগ্ধ পানি
সন্তান সুখে সারা জনম কান্দে জননী।
সবার কান্দন ফুরিয়ে গেলেও মার কান্দন না ফুরায়
সন্তানের মুখে হাসি দেখে মায়ের বক্ষ জুড়ায়।
কেউ কথা না রাখিলেও সতত কথা রাখে মায়ে
সুখে দুখে আগলে রেখে মা চলে পায়ে পায়ে।
এই মায়েরে তোমরা কভু কষ্ট দিও না
মাকে কষ্ট দিলে কভু জান্নাত পাবে না।


২৩-৩-২০১৭