(আসরের প্রিয় কবি মৌটুসী মিত্র গুহের একটি কবিতায় করা মন্তব‌্য থেকে কবিতাটির সৃষ্টি। স্বরবৃত্ত ছন্দে মাত্রা সামঞ্জস রাখতে মন্তব‌্যটি পরিমার্জন করা হয়েছে।)


প্রিয়তির মনে জাগে সাধ
গাঁথবে বকুল মালা
তাইতো ভোরে কুড়ায় বকুল
ভরে পাতার ডালা।
প্রিয়তির সাধ শিশির ভাঙ্গে
আলতা রাঙা পায়ে
হিমেল ভোরে তাই প্রিয়তি
বেড়িয়ে যায় গাঁয়ে।
ইচ্ছে জাগে বাদল রাগে
ভিজে প্রিয়তি খুব
মনের ভিতর জাগে কত
কচি ইচ্ছের লোভ।
কচি হলেও রুচি ভরা
ভাবনাগুলো পাকা
ইচ্ছেগুলো ইচ্ছেমতো
হৃদয়পটে আঁকা।


ইচ্ছেগুলো ছন্দে হেঁটে
থমকে দাঁড়ায় পুকুর ঘাটে
টুপ করে দেয় পানকৌড়ি ডুব
জলে ভিজে ইচ্ছেরা খুব।
মিষ্টি মধুর চন্দে গাঁথা
প্রিয়তির মনের সাধ
প্রাণ চঞ্চল ইচ্ছেগুলো
মানে না কোনো বাধ।


১৫-৩-২০১৭