(কবি খলিলুর রহমান স‌্যারের “নারীর প্রতি” কবিতাটিতে মন্তব‌্য করতে গিয়ে সৃষ্ট কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম। স্বরবৃত্ত ছন্দে মাত্রার সামঞ্জস‌্য রাখতে গিয়ে মন্তব‌্যটি পরিমার্জন করা হয়েছে।)


সত‌্য বচন সমাজ পচন
কেউ দেখে না চোখে,
নারী নারী বাঁধলে আড়ি
তখন কে তা রুখে?
হিংসার তেজে জ্বলে বধূ
শ্বাশুড়ী বিষ বুকে
ননদ দেবর সব ভেবে পর
স্বামীর ঘরে ঢুকে।
নারীর শত্রু নারী নিজে
কে রাখে তার হদিস?
অধিকার চাই অধিকার চাই
বলে শুধু কাঁদিস।
বধূ মাতা শ্বাশুড়ী বোন
হাত মিলিয়ে হাতে
বিদ্বেষ ভুলে সংসার কুলে
থাকো দুধে ভাতে।


৯-৩-২০১৭