(৮ মার্চ বিশ্ব নারী দিবসের এই দিনে নারী উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন‌্য আমার ক্ষুদ্র নিবেদন।)


অবাক পৃথিবী বিস্ময়ে তাকিয়ে রয়
১৩৬তম আইপিইউ সম্মেলন বাংলাদেশে হয়।
দেশের জন‌্য এই সম্মেলন এক বিরল সম্মান
যাতে আছে শেখ হাসিনার অনন‌্য অবদান।
বিশ্বের বুকে জঙ্গিবাদ রুখে দেশ এগিয়ে চলেছে দুর্বার
শান্তির শপথে উন্নয়নের পথে নেতৃত্বে শেখ হাসিনার।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
তাঁরই কন‌্যার হাত ধরে দিনে দিনে বাড়ছে দেশের মান।
দেশের গলায় পরিয়েছিল যারা দুর্নীতির কলঙ্ক মালা
শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের গায়ে ধরেছে জ্বালা।
জেন্ডার সমতা নারীর ক্ষমতা উন্নয়নের সোপান
বিশ্ববাসীর কণ্ঠে শোন শেখ হাসিনার জয়গান।
দেশ ডুবাতে এঁটেছিল যারা ষড়যন্ত্রের কলা
চামড়া মোটা জ্ঞানপাপীদের মুখে এখন তালা।
দেশের টাকায় পদ্মাসেতু সাহসের রোল মডেল
দিতে হয়নি বিশ্বব‌্যাংকের মাথায় ঘৃত তেল।
স্বাস্থ‌্য সেবায় মস্ত প্রজেক্ট কমিউনিটি ক্লিনিক
গরীব দুখী জনতার চোখে আনন্দের ঝিলিক।
বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা বলয়
একটি বাড়ি হবে একটি খামার শেখ হাসিনা কয়।
শেখ হাসিনার দূরদৃষ্টি দিগন্তের নীল জলে
সীমান্ত চুক্তি, সমুদ্র বিজয় উন্নয়নের কথা বলে।
তাঁর নির্দেশে দরিদ্র পায় দশ টাকা সের চাল
দুইহাজার একুশের আগেই দেশ হয়েছে ডিজিটাল।
নারী নীতি শিক্ষা নীতি তথ‌্য অধিকার
জানবে সবাই শিখবে সবাই যাহার যা দরকার।
বিশ্ব সভায় শেখ হাসিনা পায় যে পুরস্কার
দেশের স্বার্থে বারে বারে তাঁর নেতৃত্বই দরকার।
শেখ হাসিনা ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা
ধন‌্য তুমি জননেত্রী, জাতির পিতার যোগ‌্য দুহিতা।


৮-৩-২০১৭