(প্রিয় কবি কবীর হুমায়ূনের ‘অস্থির জলের স্বর’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।


‘অস্থির জলের স্বর’ প্রিয়তির ঘর
এক কবিতাওয়ালার হৃদয়ে
প্রিয়তির প্রেম হৃদয়ে জাগে অবিরত
তবুও কবিতাওয়ালা জানে না
প্রিয়তির  ঠিকানা।


কুঞ্জবনে সঙ্গোপনে প্রিয়তির সাথে
রতিখেলায় রত শ‌্যাম
কল্পনার পাখায় উড়ে প্রিয়তি
শূন‌্য পড়ে রয় কবিতাওয়ালার
সোনালী হেরেম।


এ কেমন শূন‌্যতা হৃদয়ে জাগে
আহত পাখির ডানায় ক্ষত
তীরের আঘাতে খসে যাওয়া পালক
নিশ্বাসের বাতাসে ওড়ে প্রিয়তির প্রেম
হৃদয়ে রক্ত ঝরে অবিরত।


৪-৩-২০১৭