(প্রিয় কবি আফরিনা নাজনীন মিলির “একলা পাখির গল্প”তে মন্তব‌্য লিখতে গিয়ে কবিতাটির জন্ম। তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।)


যে পাখিটা প্রতি ভোরে
ঘুম ভাঙ্গায় মধুর সুরে
তার কি হলো হঠাৎ করে
কণ্ঠ ভারী করুণ স্বরে
গায় হারিয়ে যাওয়ার গান,
জানি না হায় কেমন করে
দুঃখ ব‌্যথা সাঙ্গ করে
আনন্দে তার মন ভরিয়ে
ভাঙ্গাবো তার মনের অভিমান।


সুখ পাখিটার দু’চোখ জুড়ে
আজ কেন গো এমন করে
বইছে জলের ঢেউ?
ও পাখি তুই বলনা আমায়
মনের খাঁচা আলগা পেয়ে
হারিয়ে গেছে কি কেউ?
যে গেছে সে যাকনা দুরে
গেয়ো না গান করুণ সুরে
ভালোবেসে কাছে এসে
শুনবে যে তোমার গান,
তারেই তুমি গান শুনিয়ে
ভরিয়ে দিও মন প্রাণ।


ও পাখি ভুলো তোমার অভিমান।


৫-৩-২০১৭