প্রেমবতী প্রিয়তি তোমার প্রেমে
শিহরিত প্রাণে ঝরে সুগন্ধি বকুল;
হৃদয়ে ছড়ায় হাসনাহেনার সৌরভ
উঠানের ধূলোয় লুটোপুটি খায় রাতে
শিশিরের সাথে  শেফালির শরীর।
তোমার প্রেমে গণেশ্বরের বুকে জমা
ধূসর বালুচরে আসে যৌবন জোয়ার
দীর্ঘ বরস তৃষিত অন্তরে অনুভূত হয়
খরা শেষে বৃষ্টির শীতলতা।
তোমার প্রেমের পরাগ রঙ ছড়ায়
প্রজাপতির ডানায় ভালোবাসার রঙ।
রাতের আঁধার শেষে আলোর ভোরে
দেখি আগামীর স্বপ্ন ডাহুকি চোখে।
তোমার প্রেমজলে ভিজে সোহাগী মন
ছুঁয়ে যায় যৌবনের প্রান্তসীমা
তোমার প্রেমাতুর স্পর্শে প্রেমবতী
দুজনে হয়ে ওঠি সভ‌্যতার আদি মানব।


৩-৩-২০১৭