মেঘবতী প্রিয়তি মেঘের কন‌্যা
মেঘ হয়ে উড়তে চেয়েছ আমার
মনের অন্তহীন আকাশের নীলে।
তোমার নীল চোখে চোখ রাখে
বর্ষার কদম। রাতভর ছুঁয়ে দেয়
কোমল মৈথুনে রাজ হংসের গ্রীবা।
তোমার অঙ্গ কাঁপে থরথর
লাজুক শিহরণে বৃষ্টির ফোটা হয়ে
ঝরে পড়লে হৃদয়ের উঠানে।
জ‌্যৈষ্ঠের খরতাপে এনে দিলে
বরফ গলা জলের শীতল প্রশান্তি
তারপর হারিয়ে গেলে সবুজ ঘাসে।
নীড়ের মায়ায় ক্লান্ত পাখিরা
ফিরে আসে নীড়ে সাঁঝের বেলায়।
তুমি আর এলে না ফিরে প্রিয়তি
মেঘবতী মেঘের ঘোড়ায় চড়ে
চলে গেলে দূর থেকে বহু দূরে।
দু’চোখ জুড়ে আঁধার নামে কালো
মেঘের কোলে হারায় দিনের আলো
রাতের অতলান্ত আঁধারে খুঁজি
আকাশে রেখে চোখ; যদি আসো ফিরে।
মেঘবতী প্রিয়তি হারা হৃদয়ে শূন‌্যতা
তেজ পাতার ঘ্রাণে বিষাদেরা ভর করে।
২-৩-২০১৭