(প্রিয় কবি কবীর হুমায়ূনের চন্দ্রাবতীকে)


আহারে প্রিয়তি অতি মায়াবতী
কবিতাওয়ালার পূর্ণিমা চাঁদ চন্দ্রাবতী
তোমার ঝলকে বিজলী চমকায়
আঁধারে ছড়ায় আলোর দ‌্যুতি।
তোমার পরশে শিহরিত প্রাণ
ফুলে ফসলে ভরা যৌবনে
জেগে ওঠে নিষ্প্রাণ বসুমতি।
সুরভিত অঙ্গে খেলে লাবণ‌্যের ঢেউ
কণ্ঠে ঝংকারে ছন্দের হিল্লোল
বাসন্তী হাওয়ায় সৌরভ ছড়ায়
তোমার স্নিগ্ধ আভাময় কালো চুল।
রূপবতী প্রিয়তি, চন্দ্রমুখী চন্দ্রাবতী
তোমার চোখ ভাষাহীন কথা কয়,
তোমার চোখের ভাষা পড়ার তরে
এক কবিতাওয়ালার পোড়া চোখ
আঁধারের মাঝেও অপলক জেগে রয়।


২৮-২-২০১৭