প্রিয়তি, আহারে প্রিয়তি
চোখের জলে বুক ভাসিও না
শ‌্যাম বিরহ অভিমানে,
ফুটবে হাসি প্রিয়তির মুখে
পুষ্পের অঞ্জলি দানে।


প্রিয়তির প্রেম আশে কুঞ্জবনে
ব‌্যকুল হৃদয় শ‌্যাম চেয়ে রয়,
চাঁদের আলোয় প্রিয়তির সাথে
প্রেমের সাগরে ভাসে আর হাসে
কাব‌্য সুরে পিরিতের কথা কয়।


প্রিয়তি, তুমি বড় ভাগ‌্যবতী
যাহার তরে তোমার আহবান,
ফিরায়নি সে খালি হাতে তোমা
ভালোবাসার স্বর্গ হতে করেছে
পুষ্পের অঞ্জলি দান।


কল্পলোকের নন্দিত যুবরাজ
আছে চেয়ে দেখো তোমার পানে
প্রেমের অর্ঘ‌্য করো নিবেদন
কল্পিত শ‌্যামের শ‌্রী চরণে।


১৯-২-২০১৭