যদি আমি তোমার মনের আকাশে
শ্রাবণের বৃষ্টি হই এক পশলা,
যদি ভিজিয়ে দেই জ্যৈষ্ঠের খরতাপে
দগ্ধ হৃদয়;
যদি মৃদু ফাল্গুনী হাওয়া হয়ে স্পর্শ করি
তোমার ঘাম ঝরা ক্লান্ত দেহ;
যদি হাড়কাঁপানো শীতে কুয়াশাচ্ছন্ন রাতে
লেপের আদরে উষ্ণতা ছড়াই বুকে;
যদি হেমন্তের শিশির হয়ে চুম্বন করি
তোমার আলতা রাঙা পায়ে;
যদি আকাশ ফাটা রোদ্দুরে ছায়া হয়ে
সঙ্গ দেই তোমার নির্জন একাকীত্বে;
যদি শরতের চাঁদ হয়ে তোমার অঙ্গে
মাখিয়ে দেই জোছনার চন্দন;
যদি বসন্তের ফুল হয়ে চুলের বেণীতে
বুলাই স্নিগ্ধতার পরশ;
যদি ভালোবাসার সৌরভে ভরিয়ে দেই
তোমার অপূর্ণ হৃদয়;
তবে সেই হৃদয় থেকে একফালি ভালোবাসা
আমাকে না দিয়ে পারবে কি তুমি চলে যেতে?
বলো, পারবে?
১৫-২-২০১৭