ফাল্গুন এসেছে চির চেনা রূপে
সুশোভিত ফুলে আম্র মুকুলে
নব সাজে সেজেছে বাংলার প্রান্তর।
এই নবরূপা যৌবনের আগুন ঝরা ফাল্গুনে
তোমার কাছে আমার প্রার্থনা একটাই
তুমি আমার সাথে কথা বলবে
বিশুদ্ধ বাংলায়।


কেননা
বিস্তৃত প্রান্তর থেকে এখনও মুছে যায়নি
রক্তের ছাপ;
যে রক্ত ঝরেছিল মায়ের ভাষায়
কথা বলার দাবীতে।
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ স্লোগানে
মুখরিত ফাল্গুন আবার এসেছে।
এই ফাল্গুনে তুমি আমার সাথে
কথা বলবে মায়ের ভাষায়।
৮ই ফাল্গুন ১৩৫৮ থেকে ১৪২৩
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে যেখানে এসে দাঁড়িয়েছি
সেখানে ভাষার নদীতে স্রোত নেই,
ভাষার ভাণ্ডারে পড়েছে দুর্বৃত্তের হানা।
চারদিকে দেখো কেমন করে সবাই
গা ভাসিয়েছে ভীন ভাষার স্রোতে
ঠোঁট বাঁকা করে অনর্গল শব্দ আওড়ায়
এক জগাখিচুরি কায়দায়।
অন্তত ফাল্গুনে তুমি আমার সাথে
জগাখিচুরি ভাষায় কথা বলবে না।


মাছের মধ‌্যে, ফলের মধ‌্যে যেমন করে
ফরমালিন মিশে গেছে
ভাষার মধ‌্যেও দেখো হুড়মুড় করে
ফরমালিন ঢুকে পড়েছে।
তুমি এই ফাল্গুনে আমার সাথে
কথা বলবে দূষণমুক্ত বাংলায়।
পরিবেশ দূষণের সাথে পাল্লা দিয়ে
ভাষাও এখন দখল ও দূষণের শিকার।
আকাশ সংস্কৃতির স্বাধীনতার নামে
ভাষাকে লুটে নিচ্ছে লুটেরার দল।
ভাষা লুটেরার বিষাক্ত নখের আঁচড়ে
ভাষার শরীর থেকে খসে যাচ্ছে সৌরভের পালক।
এই ফাল্গুনে তুমি ভাষার শরীরে শব্দের বুননে
দেবে এমন শক্ত সেলাই
যাতে আমার অস্তিত্ব হারিয়ে না যায়।
এই ফাল্গুনে তুমি কথা বলবে
আমার অহংকার, আমার গর্বের বাংলা ভাষায়।


আর
তোমার খোপায় গাঁথা হলুদ গাঁদার শরীর থেকে
তুলে রাখবে এক আকাশ হলুদ রঙ
বসন্তের প্রয়োজনে।
শীতের জীর্ণ বিবর্ণ গায়ে ছড়িয়ে দিবে
বসন্তের প্রথম দিনে।
প্রতি ফাল্গুনে হলুদ বসন্তে তুমি আমার সাথে
কথা বলবে রক্তের দামে কেনা বাংলায়।
১৪-২-২০১৭