মহান স্রষ্টা জীবনের কারিগর
পরম আদরে মানুষ সৃষ্টি করে
তার জীবন রেখে দিলেন
মাটির সিন্ধুকের ভিতর।


মানুষের সাথে তাঁর প্রগাঢ় বন্ধন
মানুষের জীবন নিয়ে তাঁর খেলা
জীবন দিয়ে জীবন নিয়ে যান
বেলা অবেলা।


সৃষ্টির সেরা জীব মানুষ
স্রষ্টার তরে নিবেদিত প্রাণ
মানুষের সাথেই স্রষ্টার খেলা
খেলেন তিনি হাতে নিয়ে
মানুষের জান।


স্রষ্টার অসীম কৃপায় মানুষ
মরে আবার বাঁচে
স্রষ্টার নিকট থেকে এসে আবার
ফিরে য়ায় স্রষ্টারই কাছে।


এই যে জীবন মৃত‌্যুর খেলা
খেলেন বিধাতা
তারও আছে এক অদ্ভুত বিধান
খেলার ম‌্যানুয়েল তাঁরই প্রণীত
পবিত্র কুরআন;
সূরা যুমার বেয়াল্লিশ আয়াতে
লিখা তার জ্বলন্ত প্রমাণ।


“স্রষ্টা উঠিয়ে নেন মানুষের প্রাণ
তার মৃত‌্যুকালে
আর যে মরে না তার নিদ্রাকালে;
মৃত‌্যু যার অবধারিত তার প্রাণ
তিনি নাহি ছাড়েন,
বাকীদের প্রাণ একটি নির্দিষ্ট
সময়ের জন‌্য ছেড়ে দেন।”


কী অদ্ভুত খেয়ালী খেলা স্রষ্টার
যে খেলার উপকরণ মানুষের জীবন
খেলার নাম মানুষের বাঁচা মরা
স্রষ্টার অপার ক্ষমতার উদাহরণ!


২-১১-২০১৬