বিশটি বছর ধরিয়া দেখিতেছি যারে
কখনও মনে হয় না পুরান
বরং কদিন না দেখিলে তারে
জ্বলে খাক হয় তৃষিত পরান।
আজব জিনিস সৃজিলা বিধাতা
লাগে না মবিল তেল
চলছে গাড়ি আহা লাজে মরি
খেলছি আদিম খেল।
জানি না আর কদিন বাঁচিব
মরি কিংবা বাঁচি
জীবনে মরনে যেন থাকি কাছাকাছি
এটাই বিধাতার কাছে যাঁচি।
যদিও ভালোবাসতে পারি না তারে
মনের মতো করে
সে যেন আরও ভালোবাসে মোরে
থাকি কাছে কিংবা দূরে।
হৃদয়ে তাহার বসত আমার
হয় যেন দিবা নিশি
জেনে রেখো প্রিয়তমা মোর
আমিও তোমায় ভালোবাসি।


১৪-৮-২০১৬