বন্ধু ছিল একটাই মনের খুব কাছে
যার সাথে সুখ দুঃখ করতাম শেয়ার
ভালোবাসা ছিল একটাই বুকের মাঝে
যে আমাকে বাসতো ভালো দোস্ত ইয়ার।
আজ আমার বন্ধুও নেই ভালোবাসাও নেই
আছে শুধু দুই নয়নের নোনা জল
বুঝিতে পারিনি আগে হৃদয় রাগে
সে যে ভালোবাসার নামে করেছে ছল।


বিশ্বাস করে যার হাত ধরে
সংসার সাগর হতে চেয়েছি পার
ভুল করে ভুল রমনী ভালোবেসে
জীবনের স্বপ্ন পুড়ে হয়েছে ছারখার।
দুঃখ আমার চির সাথী
সরল বিশ্বাসের ফল
রঙিন ফুলে মধু খেতে গিয়ে
পান করেছি যাতনার গরল।


সরল বিশ্বাসে বিষ ঢেলে দিয়ে
যে সাজে ভণ্ড সাধু
বিষের জ্বালায় জ্বলবে সেও
ফুরালে ফুলের মধু।
ইহা মোর অভিশাপ নয়
নয় কোন অভিযোগ
তার কপালেও দুঃখ আছে জেনে
আগাম আমি জানিয়ে রাখলাম শোক।


১-৯-২০১৬