নিয়তি আমার বেজায় খারাপ
ফেভার করে না মোটে
হৃদয় আমার মুষড়ে গেছে
নিষ্ঠুর নিয়তির পিছে ছুটে।
ডাক্তার হবার স্বপ্ন দেখেছি
হলো না ডাক্তারী পড়া
বিজ্ঞানী হবার দিবা স্বপ্ন ফিকে
নিয়তি সেখানেও রয়েছে অধরা।
মিষ্টি একটা মেয়ের স্বপ্ন
জীবন সাথীর স্বপ্ন রঙিন ভুবন
নিয়তি সেখানেও দিয়েছে বাধা
মিছে হলো সব আয়োজন।
জীবনের রঙ্গমঞ্চে কত অভিনয়
সঙ সেজে করি ছলাকলা
নিয়তি কেটেছে ভ্রুকুটি আমাকে
মরিচিকার পিছে ছুটে চলা।
জীবনের হিসাব কষে দেশকে ভালোবেসে
সাজি সরকারী চাকুরে অবশেষে
এখানেও বিধিবাম আমলাতন্ত্রের প্যাঁচ
নির্লজ্জ নেপোটিজমে যাই ফেঁসে।
প্রমোশনের আশায় সুখের নেশায়
শর্তের বিধি কাল শেষে
জ্যেষ্ঠকে পিছে ফেলে কনিষ্ঠের প্রমোশন
নিয়তি দুর গগণে বসে হাসে।
হায়রে নিয়তি প্রাণের আকুতি
শোনে না নিষ্ঠুর নরাধম
উত্তমের কাঁধে পা রেখে সাবলীল
উপরে ওঠে যায় বেইমান অধম।
বুকের ভিতর শোকের পাথর
চেপে রয়েছে ঠায় বসে
স্বপ্ন ডানার সুখের পালক
একে একে যায় খসে।
বঞ্চনা আর বিয়োগের বিষে
জর্জরিত জীবন বেদনায় নীল
আশার দুয়ারে আঘাতে সজোরে
পাষাণ নিয়তি দিয়েছে খিল।
বন্ধ ঘরে আশাগুলো কেঁদে মরে
পালকহীন পাখি ঝাপটায় ডানা
ভারী দেহমন ক্লান্ত জীবন
নিয়তির খেলায় মিছে ষোলআনা।
বেলা শেষে আজও হয়নি শেষ
নিষ্ঠুর নিয়তির ছলনাময় খেলা
কাছের মানুষ দূরে চলে যায়
এখানেও নিয়তির চরম অবহেলা।
কবি হতে চাইনি কখনও
নিয়তি বানালো পোড়া কবি
একটা কবিতা আজও হলো না ছাপা
ফিরিয়ে আছে মুখ ভাগ্যদেবী।


২৯-৮-২০১৬