মড়ক লেগেছে গাছে, মড়ক লেগেছে মাছে
মানুষের মনে মড়ক লেগে বিবেক যাচ্ছে পঁচে।
নীতিবান সাধুজন পালিয়ে বেড়ায়
নীতিহীন অসাধুরা বসে আছে ক্ষমতার চূড়ায়।
দুর্নীতির কালো হাত এতই বিশাল
ক্ষমতার দাপটে এক করে আকাশ পাতাল।
খাবারে বিষ দিয়ে মানুষ মারে যারা
কখনও যায় না তাদের টিকিটিও ধরা।
যারা চিটিং করে বাসে সিটিংয়ের নামে
ম‌‌্যাজিস্ট্রেটের অভিযান হঠাৎই যায় থেমে।
দেশটাকে গিলে খায় মাদকের গ্রীবা
যে মরে মরুক তাতে আসে যায় কি বা।
ভাবখানা এমন যে নাই কারো দোষ
স্বার্থের টানে মানুষ হয়ে যায় বেহুশ।


জেগে ওঠো জনতা ঘুমায়ো না আর
দেশের মাটিতে তোমারও আছে অধিকার।
দুর্নীতি দুঃশাসন করো চুরমার
একাত্তরের চেতনায় গর্জে ওঠো আরবার।
দূর করো অবোধের মনের মড়ক
অসৎ পন্থা ছেড়ে হও সত‌্যের ধারক।
হৃদয়ের অন্ধ গলিতে জ্বালো চেতনার মশাল
দুর্দশার আঁধার নাশি আনো গৌরবের কাল।
দুর্নীতি দুরাচার করো নিঃশেষ
সবে মিলে গড়ে তুলি সোনার বাংলাদেশ।
২৬-৪-২০১৭