রুবাইয়াত-ই-মনিরুজ্জামান
...........................

চোখের জলে এঁকে দিলে, মন দহনের ছবি
যে মানুষটা তোমার ছিলো, ছিলো না সে কবি
এ যুক্তিতে ছেড়ে গেলে আশায় বাঁধা ঘর
বুঝলে না হায় একজনে কি আলোক বিলায় রবি!



রবির করে প্রাণের জোয়ার রবি কি হয় কারো?
সাঁঝ আকাশে হয় সে আরো আনন্দতায় গাঢ়
নিঝুম রাতে তার আলোতে ওঠবে হেসে চাঁদ
তুমি আমার সে চাঁদ সখি মানঅভিমান ছাড়ো।



বুকের এ্যাকো-রিয়াম জুড়ে একটি রঙিন মাছ
সাঁতার কেটে লেজের ভরে তুলে জলের নাচ
তুমি আমার সে মাছ সখি কেবল তুমি একা
বাহির থেকে যতই দেখাক জল প্রিজম ও কাঁচ।



আমার আকাশ মেঘলা এখন বুকে ঝড়ের বেগ
দেখলে না হায় মনের কোণে জমানো আবেগ
দুচোখ জুড়ে হৃদয় পুরে তুমি কেবল তুমি
পারলে এসে সরিয়ে দিও জমাট ব্যথার মেঘ।
১৮-১১-২০২১