[সূরা ত্বাহার ৫৫ নং আয়াত-“মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুয়িদুকম
ওয়ামিনহা নুখরিজুকম তারাতান উখরা”।
যার অর্থ-মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি,
মাটিতেই তোমাদের ফিরিয়ে নেবো। আর
মাটি থেকেই আবার বের করে আনবো।]


আল-কুরআনের সূরা ত্বাহায় বলেন দয়াময়
মাটির গড়া সোনার দেহ হবে একদিন ক্ষয়।
মানুষ নামের মাটির পুতুল মাটিতেই মিশে যাবে
মাটি থেকেই আবার তাকে বাহির করা হবে।


হায়রে মানুষ দমের ফানুস বড়াই তবে কিসে
দম ফুরালেই দেহ তোমার মাটিতে যাবে মিশে।
মাটির দেহ যাবে ফিরে মাটির কবরে
জবাব তোমায় দিতে হবে কঠিন হাশরে।


“মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুয়িদুকম
ওয়ামিনহা নুখরিজুকম তারাতান উখরা”
শেষ বিচারের কঠিন দিনে হে দয়াময়
পান করাইও নবীর হাতে সরাবান তাহুরা।
১২-৬-২০১৭