রাত্রির নিকষ কালো আঁধার নিতম্ব
সহরষে নাচায় দৃষ্টির দ্রাঘিমায় ভাবলেশহীন।
জীবন নামের জলহীন মরা নদী একবুক
তরল হতাশা নিয়ে পড়ে থাকে অবশ শরীরে
সচঞ্চল ও উদ্দাম গতিবিহীন।


সাগরের ডাক শুনে বাঁক নেয় হতাশার স্রোত
শোভন মোহন মোহনার দিকে। সেখানেও-
পড়ে থাকে মৃত শামুকের কঠিন খোলসে
প্রগাঢ় শূন্যতা। সৈকতে লাল কাঁকড়া সুখ
ঢুকে যায় বালির আস্তরে ইঁদুরের মতো। সত্তা -
জুড়ে থাকে কেবল ধবল দহন চিহ্নের ক্ষত।


নিষ্প্রদীপ এক অন্ধকারে লাল কাঁকড়াসুখ জীবন খুঁজি
অষ্ট প্রহর নষ্ট ব্যথার লোনা দ্রবণ ঢেউয়ে ভিজে
লেবুর চরে জলস্রোতে ভেসে আসা
অযুত নিযুত
পড়ে থাকা ঠিকানাহীন কালের ফসিল কেওড়া বীজে।
১৫-১১-২০২১