জানালায় ঝুলে থাকা শেষ রাতের চাঁদ
জোছনার প্লাবণে ভাসায় আমার মন।
আমি অপলক চেয়ে দেখি
কামাতুর ঢেউ মুখরিত
প্রিয়তির জ্যোতির্ময়
চন্দ্রমুখ।
আমার
প্রসারিত বুক
হয়ে ওঠে অঙ্কুরিত
কবিতার সবুজ মাঠ; শীতল
শীৎকারে। অন্ধকারে খুলে যায় হৃদয়ের
বন্ধ কপাট। দু’জনেই ভাসি কবিতাময়ী স্রোতে।
২৯-৪-২০১৮