(কবি রুনা লায়লার ‘নীল আকাশের চাঁদ’ কবিতাটিতে মন্তব‌্য করতে গিয়ে এই কবিতার জন্ম। কবিতাটি কবি রুনা লায়লাকে উৎসর্গ করলাম।)


চাঁদের আলোয় পেট ভরে না
ক্ষুধায় খাদ‌্য চাই
পারো যদি অনাহারীর শূন‌্য থালায়
খাদ‌্য দিও ভাই।
ক্ষুধার জ্বালা বড় জ্বালা
ক্ষুধার চেয়ে বড় জ্বালা নাই
ভুখা পেটে ক্ষুধার আগুন
নিভানোর জল চাই।
ফুলের সুধায় মনের ক্ষুধা
ক্ষণিক সময় মিটে
পেটের ক্ষুধা থাকে যবে
অন্ন না যায় পেটে।
ধনিক মারে সজোরে লাথ
শ্রমিকের ভুখ পেটে
পায় না শ্রমিক শ্রমের মূল‌্য
দিনভর গতর খেটে।
দুর্বলের ধন সবল নিচ্ছে
নির্দয় ভাবে কেড়ে
দিনে দিনে সমাজ পরে
অশান্তি তাই বাড়ে।
চাও যদি সুখ সমাজ পরে
নাশো শ্রেণি সংঘাত
ভুখার মুখে অন্ন দিতে
বাড়াও তব হাত।
১০-৫-২০১৭