আর কোন অভিমান নয়, নয় রেষারেষি
এসো প্রিয়তমা, প্রেমের প্রগাঢ় বন্ধনে মিশি।
বিরহের রোদ্দুরে মন পুড়ে হয়েছে ছাই
আজ তবে এসো কাছে না পাওয়ার যন্ত্রণা ভুলে যাই।
বহুদিন বহু কষ্টের খরায় মন পুড়েছে কত
আজি মধুর লগনে এসো ভুলি বেদনার ক্ষত।
এসো ঠোঁট থেকে শুষে নেই কামনার জল
দেহসরোবরে আনি প্রাণের জোয়ার অবিরল।
চলো ফিরে যাই শেষবার শ্রাবণের কাছে
কান্নার নোনা জল যাক ধুয়ে মুছে।
এসো আজ ভেসে যাই অনুরাগের স্রোতে
এসো তুমি তৃতীয়া তিথির পূর্ণিমা রাতে।
রেশমি রুমালে মুছে শুঁকি শরীরের ঘ্রাণ
প্রাণে প্রাণে মিশে যাক আজ দুটি প্রাণ।
এসো কাছে কষ্টের নষ্ট সময় ভুলে
সব ব‌্যথা মুছে যাক কামনার জলে।


৮-৫-২০১৭