জীবনের ঝাপি হতে একটা একটা করে
লাফিয়ে পড়ছে কানকোয় হাঁটা
কইমাছ সময়। একটি রাত ফুরিয়ে যখন
কাছে আসে একটি প্রভাত;
তখন সজোরে আরো বেশি করে
ঝাপটে ধরে বিষণ্নতার হাত।
জলের ওপর আগুনে ঝলসে যাওয়া জীবন
যতটা যন্ত্রণাময়, তারও অধিক
যন্ত্রণায় কেঁপে কেঁপে ওঠি- অসহায়।
দিনগুলো রাতের বিবরে আর
সুন্দরতম স্বপ্নের রাতগুলো ধোঁয়ার মতন
প্রভাতের কুয়াশায় নিমেষে মিলিয়ে যাচ্ছে।
এভাবেই একদিন হয়তো জীবন তার-
পোড়া লঞ্চের মতন
অসীম শূন্যতা নিয়ে হবে মাটির আহার।
২৭-১২-২০২১