সুনন্দিতা
তোমার কপালে লেগে থাকা ওই লাল টিপ
আমাকে স্মরণ করিয়ে দেয় সকালের
সূর্যের কথা; মনে করিয়ে দেয় হৃদয়ের
প্রকোষ্ঠে জমে থাকা বিন্দু বিন্দু ভালোবাসার
শিশিরগুলো নির্দয় উষ্ণতায় শুষে নেয়ার
বেদনার কথা। মনে করিয়ে দেয় গোধূলির
রঙ ভেদ করে টুপ করে জলে ডুবে গাঢ়
অন্ধকারময় সুদীর্ঘ দুঃখরজনীর কৃষ্ণগহবরে
ঠেলে দেয়ার কথা। রক্ত মাখা লাল রঙ
তোমার কপালে দেখলেই- বিরহের বীর্যে
যাতনার জঠরে জন্ম নেয় জারজ হাহাকার...


তারচে বরং নীল টিপ পরো; যা দেখে আমার
আকাশের কথা মনে পড়বে। বেদনার সব নীল
শুষে নিয়ে আকাশ যেমন উদার চোখে
তাকিয়ে থাকে, আমিও বেদনায় নীল হয়ে
শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো অনন্তকাল।
এতে আমার কোনো কষ্ট হবে না সুনন্দিতা।


সুনন্দিতা-তুমি কি পারবে না আমার জন্য
এতটুকু মানবিক হতে; পারবে না কি
আমার জন্য এতটুকু রমণীয় হতে?
২৭-৬-২০১৮